Published : 05 Aug 2024, 08:05 PM
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেলে হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরে সেখান থেকে ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
রোববার বিকালে বিপুল সংখ্যক মানুষ শহরের নেতাজী সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও তার পাশে শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে হামলা চালায়।
এ সময় হোটেল অনেক মানুষ আটকা পড়েন। উপস্থিত মানুষ পাশের ভবন দিয়ে আটকা পড়াদের উদ্ধার করেন। উদ্ধার তৎপরতা চালায় যশোর বিমান বাহিনীর ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টারও।
পরে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, মোট ২০ জনের মরদেহ মর্গে আছে।