পুলিশ জানায়, আহত অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Published : 23 Aug 2024, 08:52 PM
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার তামাবিল মহাসড়কের কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তামাবিল হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ ইউনুস আলী জানান।
নিহত ২২ বছর বয়সী নাঈম আহমদ উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আবদুল মান্নানের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “কাটাগাং এলাকায় সিলেটগামী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ওই তরুণ গুরুতর আহত হন।
“তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।