গনিউলের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং তার অবস্থা সংকটাপন্ন ছিল, বলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক।
Published : 13 Mar 2025, 12:17 AM
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার বিকাল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
মারা যাওয়া এই বিএনপি কর্মীর হলেন- গনিউল ইসলাম (৫০)। তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনুল হক মমিনের ভাই।
মঙ্গলবার সন্ধ্যায় পাঁচন্দর ইউনিয়ন বিএনপির ইফতারে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গনিউল গুরুতর আহত হয়েছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গনিউলের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং তার অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপি কৃষ্ণপুর মহিলা কলেজ প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করেছিল। সেখানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন।
অতিথিকে বরণ করা নিয়ে কৃষ্ণপুর মোড়ে যান ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাবেক সভাপতি মোমিনুল হক মমিনের সমর্থকেরা। মমিনের সমর্থকরা শরীফ উদ্দিনকে বরণ করে নিতে চাইলে তাতে বাধা দেন মুজিবুর রহমানের সমর্থকরা। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়।
শরীফ উদ্দিনের উপস্থিতিতে সংঘর্ষে গুরুতর আহত গনিউল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তানোর থানার ওসি আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইফতারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। গনিউলের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”