৩৭ জন গুলিবিদ্ধ হন; পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
Published : 04 Aug 2024, 04:36 PM
পাবনায় আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে সংঘর্ষের মধ্যে গুলি খেয়ে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দুপুরে শহরের ট্রাফিক মোড়ে গুলি চালানোর ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আর পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আরও ৩৪ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভকারী একাধিক শিক্ষার্থী জানান, বেলা ১১টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মেইন গেইটে এক দফা দাবিতে কয়েক হাজার আন্দোলনকারী জড়ো হন। সেখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের ট্রাফিক মোড় এলাকায় পৌঁছে আব্দুর হামিদ সড়কে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশের বাঁধায় আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে বেলা ১২টার দিকে ট্রাফিক মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় একদল ব্যক্তি আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে ৩৭ জন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের সহকারী পরিচালক রফিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমতে বলেন, “গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে আনার পর তারা মারা যান। আর একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। গুলিবিদ্ধ আরও ৩৪ জনের চিকিৎসা চলছে। এছাড়া আরও অনেকেই আহত হয়েছে।”
নিহতরা হলেন- চর বলরামপুরের বাসিন্দা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম (২১), হাজিরহাট ব্রজনাথপুরের বাসিন্দা মাহবুবুর রহমান (২২) ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)।
বেলা সাড়ে ৪টার দিকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন আরও দুজন। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।”