মঙ্গলবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
Published : 15 Jan 2025, 12:00 AM
শিশু ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো. জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
১৩ বছর বয়সী শিশুটির বাবা সোমবার সন্ধ্যায় জুয়েল রানার বিরুদ্ধে মামলা করেন।
চৌহালী থানার ওসি জিয়াউর রহমান জানান, শিশুটিকে মঙ্গলবার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তবে প্রতিবেদন পেতে সময় লাগবে।
চৌহালীতে ছাত্রকে 'যৌন নির্যাতন', বিএনপি নেতাকে শোকজ
রোববার একই কারণে উপজেলা বিএনপি তাকে শোকজ করে এবং প্রাথমিক তদন্তের পর তাকে বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করেছিল।
পূর্ব পরিচয়ের সূত্র ধরে শনিবার রাতে উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। বাড়িতে ফিরে শিশুটি স্বজনদের ঘটনাটি জানায়।
তারপরই বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিশুটি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।