কুষ্টিয়ায় অর্থের বিনিময়ে যুবদলের কমিটি গঠনের অভিযোগ

কমিটিতে প্রকৃত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দেওয়ার অভিযোগ করেছেন বঞ্চিতরা।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 06:13 PM
Updated : 14 March 2023, 06:13 PM

কুষ্টিয়া সদর উপজেলায় অর্থের বিনিময়ে বিভিন্ন ইউনিয়নে যুবদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে।

‘ত্যাগী’ নেতা-কর্মীদের বাদ দিয়ে মোটা অংকের টাকা লেনদেনের মাধ্যমে পদ বিক্রসহ মনগড়া পকেট কমিটি ঘোষণা প্রতিবাদে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুষ্টিয়া সদর উপজেলা শাখা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম।

তিনি বলেন, “বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বর্তমানে এক সংকটময় সময় অতিক্রম করছেন।

“এমন সময় সংগঠনকে সুসংগঠিত না করে কুষ্টিয়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার আহ্বায়ক আব্দুল মাজেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল বাদশা অর্থের বিনিময়ে ও স্বজনপ্রীতি করে মনগড়া পকেট কমিটি ঘোষণা করেছেন।”

তিনি আরও বলেন, সোমবার কাউকে কিছু না জানিয়ে সদর উপজেলা যুবদলের আওতাধীন ৭টি ইউনিয়নের কমিটি ঘোষণা করেছেন তারা।

“প্রত্যেক কমিটিতে প্রকৃত ও ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে।”

বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা নেতাদের এসব দুর্বৃত্তায়নের প্রতিবাদসহ তীব্র নিন্দা ও উদ্ভূত পরিস্থিতি সমাধানে দলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন মনিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের একাংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।