১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
Published : 30 Dec 2024, 09:59 PM
নরসিংদী আদালতের সামনে পুলিশের কাছ থেকে হত্যা মামলার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন এক এসআই।
সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সামনে ৩ নম্বর গেইটে এ ঘটনা ঘটে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক খন্দকার জাকির হোসেন।
আহত এসআই টিটুল হোসাইন মনোহরদী থানায় কর্মরত আছেন। পরে তিনি প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন।
এসআই টিটুল হোসাইন বলেন, মনোহরদী থানার একটি হত্যা মামলায় রোববার সেলিম মিয়া (২৯) ও পারভেজকে (২৩) গ্রেপ্তার করা হয়।
“সোমবার দুপুরে আদালতে হাজির করার জন্য সরকারি গাড়িতে করে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে তাদের নেওয়া হয়। সেখানে গাড়ি রেখে আসামিদের নিয়ে পায়ে হেঁটে পাশেই আদালতে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা।
“আদালতে প্রবেশের সময় ১০ থেকে ১৫ জন আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে আদালতের অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরে দ্রুত আসামিদের আদালতের ভেতরে নেওয়া হয়।”
এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই টিটুল হোসাইন।
গ্রেপ্তারদের মধ্যে সেলিম মিয়া মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকার ফজলুল হকের ছেলে এবং পারভেজ মিয়া একই উপজেলার কোচের চর এলাকার মাসুদ মিয়ার ছেলে।
১৭ নভেম্বর চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।