এ সময় তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
Published : 09 Apr 2025, 08:27 PM
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
এ সময় তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে ভারতের অভ্যন্তরে গিয়ে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বুধবার দুপুরে সহকারী হাই কমিশনার হিলিতে পৌঁছালে তাকে ফুল গিয়ে স্বাগত জানান হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট।
এ সময় মনোজ কুমার বলেন, “ভৌগোলিক কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে।
“ভারতের অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপ-কমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক আগে থেকেই ভাল রয়েছে। আরও ভাল করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুল, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।