সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৫

বুধবারের ওই দুর্ঘটনায় আহত আরও ১১ জন হাসপাতালে ভর্তি আছেন। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 07:42 AM
Updated : 8 June 2023, 07:42 AM

সিলেটের দক্ষিণ সুরমায় মালবাহী ট্রাকের সঙ্গে নির্মাণ শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যুতে নিহতের সংখ্যা বড়ে হয়েছে ১৫ জন।

এমএনজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জনি আহমেদ চৌধুরী জানান, বাদশা নামের ২২ বছর বয়সী এক তরুণ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান।

বাদশা দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মায়েদ নুরের ছেলে। দুর্ঘটনায় আহত আরও ১১ জন এ হাসপাতালে ভর্তি আছেন।  

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের হাসপাতালে পাঠায়।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান জানান, পরিবারের আবেদনে তারা ওই ১৪ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছেন।

Also Read: সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ: ময়নাতদন্ত ছাড়াই ১৪ মরদেহ হস্তান্তর

Also Read: সিলেটে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

Also Read: সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ: ছেলের জন্য পাত্রী দেখে রেখেছিলেন সৌরভের মা

Also Read: সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১৪

এদিকে দুর্ঘটনায় নিহত মো. সায়েদ নুরের ছেলে ইজাজুল বুধবার মোটরযান আইনে একটি মামলা করেছেন। দক্ষিণ সুরমা থানায় দায়ের করা ওই মামলায় ট্রাক ও পিকআপ ভ্যানের চালককে আসামি করা হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, ট্রাক ও পিকআপ ভ্যানের চালক ঘটানার পর থেকেই পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।