শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চৌকদারের সঙ্গে পৌরসভা বিএনপির নেতা সুমন খানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
Published : 29 Oct 2024, 05:23 PM
শরীয়তপুরে বিএনপি ও যুবদলের দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
এ সময় পৌরসভা যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতে শরীয়তপুর পৌরসভার জেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন জানান।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।
এতে করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা বলছেন, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চৌকদারের সঙ্গে পৌরসভা বিএনপির নেতা সুমন খানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা সেখানে ব্যাপক বোমার বিস্ফোরণ ঘটিয়ে পৌরসভা যুবদলের অফিস ভাঙচুর করে।
এ সময় হামলাকারীরা নগদ দুই লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চৌকদার বলেন, “আমি যুবদলের প্রতিষ্ঠা বার্ষির্কী উপলক্ষে বড় ধরনের মিছিল বের করি। যা অনেকের সহ্য হয়নি।
“তাই আমার অফিসে ককটেল বিস্ফোরন ঘটিয়ে হামলা চালানো ও ভাঙচুর করা হয়। আমি এ ঘটনার বিচার চাই।”
পৌর বিএনপির নেতা সুমন খান বলেন, “গত কয়েকদিন ধরে টিটু চৌকদার স্বৈরাচার আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আমাদের দলের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একে এম নাসির উদ্দিন কালুকে নিয়ে কটুক্তি করায় কথা কাটাকাটির এক পর্যায় আমাকে মারধর করে।”
ওসি হেলাল উদ্দিন বলেন, “বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। তাতে পৌরসভা যুবদলের একটি অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।”