জনগণের ভোটে যে দল নির্বাচিত হবে, তারাই সরকার গঠন করবে বলে বিএনপি মহাসচিবের ভাষ্য।
Published : 13 Aug 2024, 07:53 PM
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সরকার প্রধান থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বিদেশে গিয়েও দেশকে নিয়ে ‘ষড়যন্ত্র’ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “শেখ হাসিনা দেশের বাহিরে গিয়ে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে।”
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নীলফামারীর সৈয়দপুরে ‘স্মৃতি অম্লান’ চত্বরে এক পথসভায় তিনি এ অভিযোগ করেন। এর আগে ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে নামের তিনি।
ড. মহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিরপেক্ষ দাবি করে মীর্জা ফখরুল ইসলাম বলেন, জনগণের ভোটে যে দল নির্বাচিত হবে, তারাই সরকার গঠন করবে।
পথসভা শেষে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা করেন।