মাদ্রাসার পেছনে সংস্কার কাজে ব্যবহৃত বাঁশ বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। এ সময় হঠাৎ ফসকে নিচে পড়ে যায়।
Published : 23 Feb 2024, 05:19 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলার খেলা করতে গিয়ে বাঁশ বেয়ে একটি নির্মাণাধীন মাদ্রাসা ভবনে ওঠার সময় পড়ে গিয়ে এক স্কুলছাত্রের প্রাণ গেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার সকালে উপজেলা গোসিঙ্গা বাজার এলাকার দারুল ফালাহ্ হাফেজি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত ১৩ বছর বয়সী পলাশ শেরপুর সদরের ৭ নম্বর চড় গ্রামের মো. ইসহাকের ছেলে এবং গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। সে তার বাবা-মায়ের সঙ্গে খোঁজেখানি গ্রামের আফাজ উদ্দিনের বাড়িতে থাকত।
পরিদর্শক শাখাওয়াত বলেন, “দারুল ফালাহ্ হাফেজি মাদ্রাসার ভবন সংস্কার ও নির্মাণ কাজ চলছে। পলাশ সেখানে খেলতে গিয়ে মাদ্রাসার পেছনে সংস্কার কাজে ব্যবহৃত বাঁশ বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। এ সময় হঠাৎ ফসকে নিচে পড়ে যায়।
“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসামা উল হুসনা বলেছেন, সকাল ৯টার দিকে পলাশকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
নিহতের বাবা ইসহাক বলেন, “কাউকে কিছু না জানিয়ে পলাশ বাড়ি থেকে বের হয়। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পাই।”