ফেলে আসা ব্যাগ আনতে ইরাজুল রেললাইনে ছুটে যান; ততক্ষণে এসে পড়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
Published : 16 Dec 2022, 06:28 PM
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক দিনমজুর প্রাণ হারিয়েছেন।
লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিজয়পুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইরাজুল ইসলাম (৩০) কুড়িগ্রাম সদর উপজেলার উত্তর কুমরপুর ফরায়েজী পাড়ার আবদুল কাদিরের ছেলে।
তিনি কুড়িগ্রাম থেকে কাজের সন্ধানে শুক্রবার সকালে কুমিল্লায় এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী ও নিহতের সহকর্মীদের বরাত দিয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, দৈনিক হাজিরায় কাজের উদ্দেশ্যে শুক্রবার সকালে কুড়িগ্রাম থেকে কুমিল্লায় আসেন কয়েকজন শ্রমিক। তাদের মধ্যে ইরাজুল ইসলামও ছিলেন। ওই শ্রমিকরা বিজয়পুর স্কুলের সামনে রেললাইন এলাকায় কাজের জন্য অপেক্ষায় ছিলেন।
“হঠাৎ ট্রেন আসার শব্দে তাড়াহুড়ো করে রেললাইন পার হতে গিয়ে সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগ ফেলে আসেন ইরাজুল। পরে ব্যাগের জন্য আবার ছুটে যান রেললাইনের ওপর। এ সময় ট্রেনের ধাক্কায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তিনি মারা যান।”
দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জসিম উদ্দিন আরও জানান, ইরাজুলের মৃত্যুর খবর সহকর্মীদের মাধ্যমে পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।