বিশ্বকাপ শুরুর পর গোটা চায়ের দোকান আর্জেন্টিনার পতাকার রঙে রাঙান তিনি।
Published : 19 Dec 2022, 02:29 PM
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের খুশিতে ফ্রি চা খাওয়াচ্ছেন দলটির সার্পোটার মাগুরার চা দোকানি ইব্রাহিম হোসেন।
বিশ্বকাপ শুরুর পর গোটা চায়ের দোকান আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করে এলাকায় শোরগোল ফেলেন; এবার ফ্রিতে চা খাইয়ে আবার আলোচনায় এলেন এ মেসি ভক্ত।
মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামের লিয়াকত হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন ওরফে মোহামেডান নিজেও একজন ফুটবলার।
মাগুরা জেলা ফুটবল দলের সাবেক এ খেলোয়াড় বর্তমানে মাগুরা ‘ইয়াং স্টার‘ একাডেমির একজন নিয়মিত মিডফিল্ডার।
ইব্রাহিম রোববার রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা শুরুর আগেই ঘোষণা দেন, আর্জেন্টিনা বিজয়ী হলে শহরের ইসলামপুর পাড়ায় পূর্বাশা সিনেমা হলের সামনে তার দোকানে সোমবার সারাদিন চা ফ্রিতে মিলবে। প্রিয় দল জেতায় কথা রাখেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইব্রাহিম বলেন, তিনি আর্জেন্টিনার সমর্থক এবং মেসির অন্ধ ভক্ত। যে কারণে বিশ্বকাপ শুরু হলে তার চায়ের দোকান পুরোটা আর্জেন্টিনার পতাকার রঙ করিয়েছেন।
এর পাশাপাশি যে দিনই আর্জেন্টিনার খেলা থাকে, তিনি জার্সি পরে খেলা দেখেন ও দলের বিজয়ে সমর্থকদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠেন ।
তিনি আরও বলেন, “আর্জেন্টিনার জয়ে আমি ভীষণ আনন্দিত। খেলা শুরুর আগেই ঘোষণা দিয়েছিলাম যে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে সারাদিন সবাইকে ফ্রি চা খাওয়াব। তাই সোমবার দোকান খোলার পর থেকেই সকলকে ফ্রি চা খাওয়ানো হচ্ছে।”
মাগুরা ইয়াং স্টার ফুটবল একাডেমির পরিচালক ও কোচ সৈয়দ বারিক আনজাম বার্কি জানান, ইব্রাহিম চায়ের দোকান চালালেও সে একজন কৃতি ফুটবলার। ছোট বেলা থেকেই সে আর্জেন্টিনার সমর্থক। যেদিন আর্জেন্টিনা খেলা থাকে, সেদিন খুব চিন্তায় থাকে। আর আর্জেন্টিনা বিজয়ী হলে আনন্দে আত্মহারা হয়ে যায়।
“আর্জেন্টিনা দল ও মেসির প্রতি তার এত ভালবাসা যে, প্রিয় দলের বিজয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সারদিন সে দোকানে আসা সকলকে ফ্রি চা খাওয়াচ্ছেন। অনেককে ডেকে এনেও খাওয়াচ্ছে।”