Published : 04 May 2023, 05:35 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চোর সন্দেহে জনতা একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম।
নিহত ব্যক্তির নাম সুলতান (৫০)। তিনি কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর বিলপাড়া গ্রামের বাসিন্দা। তার নামে কাপাসিয়া থানায় ডাকাতি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২০১৮ সালের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ সময় আহত হয়েছেন স্থানীয় তিন ভাই দানেস (৩০), সোহেল (২৫) ও মোশারফ (৪০)। এদের মধ্যে মোশারফ অটোরিকশা চালানোর পাশাপাশি কৃষিকাজ করেন।
মোশারফ জানান, তারা তিন ভাই একই ভিটায় বসবাস করেন। রাত দেড়টার দিকে ৪-৫ জন চোরের একটি দল বাড়িতে হানা দেয়। তারা বাড়ির উঠান থেকে অটোরিকশা চুরি করছিল। বিষয়টি টের পেয়ে দানেস ঘরের বাইরে বের হলে তার ওপর হামলা চালানো হয়।
এ সময় তার চিৎকারে সোহেল ও মোশারফও ঘর থেকে বের হলে তারাও হামলার শিকার হন। এক পর্যায়ে চোরের দলটি দৌড়ে পালিয়ে যায়। তবে সুলতানকে পাশের ধানখেত থেকে আটক করা সম্ভব হয়।
মোশারফ বলেন, “সুলতানকে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে আশপাশের লোকজন তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।”
ওসি জানিয়েছেন, সুলতানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।