২০০৯ সালের ৪ এপ্রিল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানান এপিপি।
Published : 30 Jan 2024, 04:29 PM
সিলেট সদর উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) ইশতিয়াক আহমেদ চৌধুরী জানান।
দণ্ড পাওয়ারা হলেন- বটেশ্বর এলাকার মো. খোকন মিয়া, মো. ফয়সল আহমদ, মো. আনাই মিয়া ও মো. আনোয়ার হোসেন। এর মধ্যে আনোয়ার পলাতক রয়েছেন।
মামলার বরাতে এপিপি ইশতিয়াক বলেন, “২০০৯ সালের ৪ এপ্রিল ভিকটিম তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে সিলেট ক্যান্টনমেন্টের ফায়ারিং প্রশিক্ষণ মাঠ সংলগ্ন ফরেস্টের টিলায় গরু চরাতে যায়। সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা আসামিরা ওই শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন।
“ছোট ভাই গরুসহ বাড়ি ফিরলেও ভিকটিম না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরদিন টিলার উপর একটি গর্তে শিশুটির লাশ খুঁজে পান স্বজনরা।”
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বর্তমান শাহপরান থানায় (পূর্বের কোতোয়ালি থানা) মামলা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয় বলে জানান এপিপি ইশতিয়াক।