চলতি মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে পানি জমে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, বলেন পৌরসভার সহকারী প্রকৌশলী।
Published : 01 Dec 2024, 09:08 AM
বাগেরহাট পৌর এলাকার বেশির ভাগ রাস্তাঘাট ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হওয়ায় মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
পৌরসভার নয়টি ওয়ার্ডে অন্তত ৩০টি রাস্তা রয়েছে। প্রায় প্রতিটি রাস্তাই ভেঙেছে।
বিভিন্ন সময়ে ভাঙাচোরা যেসব রাস্তার উন্নয়ন কাজ হয়েছে সেগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে পৌরবাসীর।
তবে পৌর কর্তৃপক্ষের দাবি, রাস্তাঘাটের সংষ্কার করা হয়েছে। গত বর্ষায় অতি বৃষ্টিতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাস্তাঘাট টেকসই করতে আগামীতে পৌর এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
১৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার আয়তন নিয়ে ১৯৫৮ সালের ১ এপ্রিল যাত্রা শুরু হয় বাগেরহাট পৌরসভার। এখানে সোয়া লাখের বেশি মানুষের বাস।
বর্তমানে প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেভাবে বাড়েনি সুযোগ-সুবিধা ও সেবার মান।
পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার উন্নয়ন হচ্ছে না। বিভিন্ন সময়ে যেসব রাস্তার সংস্কার হয়েছে তার মান খুবই খারাপ। তিন মাসের মধ্যেই কার্পেটিং উঠে গেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপ্পী শেখ বলেন, “পৌর এলাকার রাস্তাঘাট দীর্ঘ দিন ধরে খানাখন্দে ভরা। একটি প্রথম শ্রেণির পৌরসভার রাস্তাঘাটের অবস্থা এত বেহাল থাকার কথা না। ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাসা-বাড়িতে পানিও জমে থাকে।”
৮ নম্বর ওয়ার্ডের রিকশাচালক মধুসুদন বালা বলেন, যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ভাঙাচোরা রাস্তায় চালানোর ফলে প্রতিনিয়ত তার রিকশার যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।
রাস্তাঘাটের বেহাল দশার বিষয়ে বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী রিজভী বলেন, “পৌরসভার নয়টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকায় চারটি প্রকল্প চলমান রয়েছে। সিডিসিএমের একটি প্রকল্পে ড্রেনের কাজ চলছে। এই প্রকল্পের অধীনে ২০ কোটি টাকা ব্যয়ে ২২টি রাস্তার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।
“এই কাজ শেষ করা গেলে পৌরসভার ৮০ ভাগ রাস্তার উন্নয়ন হয়ে যাবে। মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা অনেকটাই লাঘব হবে।”
তার ভাষ্য, “চলতি মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ফলে রাস্তায় পানি জমে থাকায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
“সেকথা মাথায় রেখে আগামীতে পৌর এলাকায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।”
আগামী ডিসেম্বরের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু হবে বলেও জানান এই প্রকৌশলী।