এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের ৭ নেতাকে বহিষ্কারের সুপারিশ করেছে বিএনপি।
Published : 10 Apr 2025, 10:28 PM
অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির ২ নেতার পদ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া উপজেলা যুবদলের বিভিন্ন শাখার সাত নেতাকর্মীকে বহিষ্কারের সুপারিশ করেছে জেলা বিএনপি।
বুধবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- বেলকুচি পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. জুলহাস এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ফটিক হোসেন।
বহিষ্কারের জন্য সুপারিশ করা যুবদল নেতারা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোয়াদ্দার, শরিফ আল আকবর শশী ও হাফিজুল ইসলাম এবং পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, হাবিল ওরফে হাবলু ও ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির সুপারিশ অনুযায়ী ওই ৯ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া যুবদলের সাত নেতাকর্মীর বহিষ্কারাদেশ কার্যকরের জন্য জেলা কমিটিকে নির্দেশ দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।