পুলিশ জানায়, তিনটি এনজিওর সাহায্যে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে।
বিরোধের জেরে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান।
মৃত আব্দুর রাজ্জাক (৫৫) ওই এলাকার মৃত আয়ূব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন।
ওসি বলেন, সকালে একটি দোকানে বসে চা পান করছিলেন রাজ্জাক। এ সময় স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের কয়েকজন সেখানে গিয়ে তাকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। এতে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যান।
“দীর্ঘদিন ধরে ওই এলাকায় দ্বন্দ্ব চলছে। সেটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।”
লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং সংঘাত এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।