অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে শোকজ করা হয়েছে।
Published : 18 Nov 2024, 10:14 PM
অবৈধভাবে বালু উত্তোলন, নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িতের অভিযোগে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে শোকজ করা হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান শামু স্বাক্ষরিত এক চিঠিতে সাঈদকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মীর কামরুল হাসান শামু সোমবার বলেন, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সাঈদকে শোকজ করা হয়েছে।
চিঠিতে সৈয়দ সাঈদ আহমেদের বিরুদ্ধে ২৫ অগাস্ট অবৈধ বালু উত্তোলনে নিয়োজিত তার মালিকানাধীন তিনটি ড্রেজার সেনাবাহিনীর হাতে জব্দ হওয়ার বিষয়টি বলা হয়েছে।
এ ছাড়া তার নেতৃত্বে বিএনপির নিরীহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের, হয়রানি এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে উপজেলায় দলীয়ভাবে কর্মসূচি পালন না করার অভিযোগ আনা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সাঈদ আহমেদ বলেন, “কারণ দর্শানোর নোটিশের বিষয়টি লোক মুখে শুনেছি। নোটিশ হাতে পাওয়ার পর অভিযোগ সম্পর্কে বলতে পারব। তবে আমি দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে যুক্ত নই।”