Published : 28 Apr 2025, 07:16 PM
যশোরের চৌগাছা উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে।
কৃষকরা বলছেন, সোমবার দুপুরের এই শিলাবৃষ্টিতে ক্ষেতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে। অপরদিকে পাকা ধান অধিকাংশই শিলার আঘাতে পড়ে গেছে।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন বলেন, “বর্তমানে বোরো ধান কাটার ভরা মৌসুম চলছে। হঠাৎ শিলাবৃষ্টির কারণে কৃষকের মাঠের বোরো ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।”
উপজেলার সিংহঝুলী গ্রামের কৃষক আলম দফাদার বলেন, দুপুর ২টার দিকে যশোরে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টিপাত কমে এলেও প্রচুর পরিমাণে শিলা পড়তে থাকে। বিকেল ৪টার পর পর্যন্ত শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
একই গ্রামের কৃষক শাহিনুর রহমান জানান, তাদের এলাকায় এখনও অর্ধেকের বেশি ধান মাঠেই রয়েছে। অনেক কৃষক ধান কেটে জমিতেই রেখেছিলেন। বৃষ্টির কারণে ওই ধান এখন পানির নিচে। আবার যারা দু-একদিনের মধ্যে ধান কাটবেন বলে মনস্থির করেছিলেন তাদের ক্ষতি সব থেকে বেশি হয়েছে।
শাহিনুরের ১২ বিঘা জমির মধ্যে চার বিঘা জমির ধান এখনো মাঠে আছে। শিলার আঘাতে ওই চার বিঘা জমির সব ধান পুরোটাই জমির সঙ্গে মিশে গেছে।
একই ধরনের ক্ষতির কথা বলেছেন টেঙ্গুরপুর গ্রামের ভুট্টো খান এবং আন্দারকোটা গ্রামের বাবুল আক্তার।