“একদল চোর ব্যাংকটির পেছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।”
Published : 09 Jan 2025, 09:02 PM
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
বুধবার গভীর রাতে দারিয়াপুর শাখায় এ ঘটনা ঘটে বলে ব্যাংকের ম্যানেজার আব্দুল গাফ্ফার জানান।
গাফ্ফার বলেন, “বুধবার নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এ সময় ব্যাংকের লকার ঘরে ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিল। সকালে খবর পাই ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিল।
“চোরের দল সিসি ক্যামেরার হার্ড ডিক্সটাও খুলে নিয়ে গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, একটি দোতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির অবস্থান। নিচে একটি মার্কেট রয়েছে। ব্যাংকের লোহার জানালা কেটে ফেলা হয়েছে এবং ভল্ট খোলা।
সেখানে কথা হয় ব্যাংকের এক কর্মীর সঙ্গে। তিনি বলছেন, ধারণা করা হচ্ছে, চোরের দল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় জালানার গ্রিল কেটে প্রথমে ব্যাকের ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভেতরে সিন্দুক আকারের লোহার ভল্ট ভেঙে চোরের দল সেখানে থাকা ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে।
ব্যাংকের নিচে মার্কেটের ব্যবসায়ী স্থানীয় বাসিন্দা আকবর আলী বলছিলেন, “ব্যাংক লুটের ঘটনা খুবই দুঃসাহসিক। এই ঘটনায় ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে এখন উদ্বিগ্ন। এই ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় পুলিশ নিতে ব্যর্থ হলে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হবে।”
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, “রাতের কোনো এক সময় একদল চোর ব্যাংকটির পেছনের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।”
এছাড়া চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে পুলিশ থানায় নিয়েছে বলে জানান তিনি।