জ্বালানি তেলের দাম বৃদ্ধি: আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, আটক ৩

শতাধিক লোক জড়ো হয়ে সড়ক অবরোধসহ লাঠি হাতে বিক্ষোভ দেখানোর চেষ্টা করে বলে পুলিশের ভাষ্য।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2022, 01:17 PM
Updated : 6 August 2022, 01:17 PM

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় মহাসড়ক অবরোধের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাদের আটক করা হয় বলে আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান।

আটককৃত বিপ্লব (২৮), রাসেল (৩০) ও আলীরেজা (২৫) পরিবহন শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

এসআই রাজু বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শিমুলতলা এলাকায় শতাধিক লোকজন জড়ো হন। তারা মহাসড়ক অবরোধসহ লাঠি হাতে বিক্ষোভের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দেয়।

“এ সময় লাঠিসহ তিনজনকে আটক করা হয়।”

আটককৃতদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।