গত সোমবার রাতে দুই দফা অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে -র্যাব।
Published : 01 Feb 2024, 09:51 PM
গাজীপুরের কালিয়াকৈরে কলেজ শিক্ষক রেজা সাইদ আল মামুনকে হত্যার ঘটনাটি পরিকল্পনা বলে দাবি নিহতের স্ত্রীর।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু জাতির পিতা সরকারি কলেজের আয়োজনে এক মানববন্ধনে এ দাবি করেন নিহতের স্ত্রী হাসিনা আক্তার।
তিনি বলেন, “গত ২৬ জানুয়ারি রাতে আসামি মজিবরের বাড়িতে গোপন মিটিং হয়। ২৮ জানুয়ারি আমার স্বামী নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
“এতে বোঝা যায়, ওই রাতে তারা আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমার স্বামীকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।”
২৮ জানুয়ারি বিকালে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা গ্রামে নিজের জমির আগাছা পরিষ্কার করছিলেন রেজা সাইদ। এ সময় ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে তিনি মারা যান।
রেজা সাইদ ওই গ্রামের প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে। তিনি চন্দ্রায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ছিলেন।
এ ঘটনায় স্ত্রী হাসিনা আক্তার কালিয়াকৈর থানায় নিহতের দুই ভাই ও দুই ভাজিতারকে আসামি করে মামলা করেন।
গত সোমবার রাতে দুই দফা অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
এদিকে, আসামিদের শাস্তির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে কালো ব্যাচ পরে মানববন্ধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পাশের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং নিহতের পরিবারের লোকজন।
এতে বক্তব্য দেন- কলেজের অধ্যক্ষ ড. সাফিয়া বেগম, ওই কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক আসাদুজ্জামান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুন মণ্ডল, আজাদ কামাল সোহান, নিহতের মেয়ে সূচনা আক্তার সূচি, স্বজন হোসেন আলীসহ অনেকে।
আরও পড়ুন...