মোটরসাইকেল আরোহী ওই দুজন পটুয়াখালী থেকে বরিশাল নগরীর উদ্দেশে যাচ্ছিলেন বলে স্বজনরা জানান।
Published : 17 Apr 2024, 11:20 PM
বরিশালের বাকেরগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাইকের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন; যারা সম্পর্কে মামা-ভাগনে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুহিতারপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানিয়েছেন।
নিহতরা হলেন- বরিশাল নগরীর বটতলা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মনিরুজ্জামান বাচ্চু (৬১) ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার মো. মঞ্জু বারী সিকদারের ছেলে বজলুল ইসলাম সিকদার (৬০)। দুজনই ঠিকাদার ও সম্পর্কে মামা-ভাগনে বলে জানিয়েছে পুলিশ।
ওই দুজনের স্বজনদের বরাত দিয়ে ওসি আফজাল বলেন, মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে পটুয়াখালী থেকে বরিশালে যাচ্ছিলেন। রুহিতার পাড় এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের বাইকটি সজোরে ধাক্কা খায়। এতে তারা বাইক থেকে সড়কে ছিঁটকে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের স্বজনরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন।