এক সপ্তাহ আগে ওই যুবক মাদক কেনার টাকা না পেয়ে ছোট ভাইকে ছুরিকাঘাত করেছিলেন বলে জানান স্বজনরা।
Published : 20 Mar 2025, 03:37 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা। যিনি এক সপ্তাহ আগে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ছোট ভাইকে ছুরিকাঘাত করেছিলেন বলে জানান স্বজনরা।
বুধবার রাতে ওই যুবক বাড়িতে ফিরলে তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানান কোটালীপাড়া থানার এসআই মামুন।
গ্রেপ্তার হৃদয় শেখ (২০) উপজেলার হিরণ ইউনিয়নের তারাশী গ্রামের শহিদুল শেখের ছেলে।
স্বজনরা জানান, স্বামী ও দুই সন্তানকে নিয়ে সুখেই ছিল গৃহবধূ পলি বেগমের সংসার। দুই বছর আগে বড় ছেলে হৃদয় শেখ মাদকাসক্ত হয়ে পড়েন। কাজের সন্ধানে সিলেট গিয়ে মাদকাসক্ত হয়ে পড়েন হৃদয়। পরে সেখান থেকে বাড়িতে চলে আসেন।
হৃদয়ের বাবা শহিদুল পটুয়াখালী শহরে ক্ষুদ্র ব্যবসা করেন। হৃদয় ও কলেজ পড়ুয়া ছোট ছেলেকে নিয়ে বাড়িতে থাকেন পলি বেগম।
হৃদয় কোনো কাজকর্ম না করে ভবঘুরের মত ঘুরে বেড়াতেন। আর প্রতিদিন পরিবারের কাছ থেকে টাকা আদায় করে মাদক সেবনে করতেন। টাকা না দিলেই শুরু হয় বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভাঙচুর।
হৃদয় টাকার জন্য কয়েকবার মা-বাবাসহ তার ছোট ভাইকে মারধরও করেছেন বলে জানান মা পলি বেগম। তিনি বলেন, “সাত দিন আগে মাদক কেনার টাকা চেয়ে ব্যর্থ হয় হৃদয়। পরে সে ছোট ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”
বুধবার রাতে হৃদয় বাড়িতে আসে। পরে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ বাড়িতে গেলে হৃদয়কে তাদের হাতে তুলে দেন পলি বেগম।
এ ঘটনায় রাতেই মাদকাসক্ত ছেলেকে আসামি করে পলি বেগম একটি মামলা করেন।
পলি বেগম বলেন, “মাদকাসক্ত ছেলেকে নিয়ে দুই বছর ধরে চরম অশান্তিতে ছিলাম। অনেক চেষ্টা করেও তাকে মাদক থেকে ফেরাতে পারিনি। তার আচরণে প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে আইনের হাতে তুলে দিয়েছি। হৃদয় সংশোধন হয়ে আমার বুকে ফিরে আসুক। এটাই আমার প্রত্যাশা।”
এসআই মামুন বলেন, বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।