বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলির ঘটনায় তাকে আটক করা হয়েছিল, বলছে পুলিশ।
Published : 09 Apr 2025, 12:20 AM
নাটোরের লালপুর থানা থেকে ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান।
রুবেল উদ্দিন নামে ওই নেতা নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি লালপুরের গৌরিপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গত ১৬ ডিসেম্বর গুলি বর্ষণের ঘটনায় করা মামলায় রুবেলকে বিকালে আটক করে থানায় নেয় পুলিশ। সেসময় ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় গিয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে নিয়ে যান নেতাকর্মীরা।
পুলিশ সুপার আমজাদ বলেন, “বাগাতিপাড়ায় আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় তার (রুবেলের) সংশ্লিষ্টতা থাকার সন্দেহে পুলিশ তাকে আটক করে লালপুর থানায় নিয়ে যায়। পরে তাদের লোকজন থানায় এসে জোরাজুরি করে তাকে নিয়ে গেছে।
“এ ঘটনায় কারা জড়িত চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি। জড়িত সকলকে গ্রেপ্তারে যৌথবাহিনী কাজ শুরু করেছে।”