নারায়ণগঞ্জে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪০ মাস উপলক্ষে সন্ধ্যায় শহরে আলোক প্রজ্বালন অনুষ্ঠানে বক্তব্য দেন রফিউর রাব্বি।
Published : 08 Nov 2024, 11:00 PM
ছাত্র-জনতার আন্দোলনে ‘গণহত্যার’ অভিযোগে শেখ হাসিনার বিচার করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ‘গণআদালতে’ তার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের’ আহ্বায়ক রফিউর রাব্বি।
নারায়নগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪০ মাস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার নির্বিচারে মানুষ হত্যা করেছে। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষকে মারা হয়েছে। তাই শেখ হাসিনা ও তার সহযোগীদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
“২০১৩ সালে একাত্তরের গণহত্যাকারীদের বিচার চেয়েছি; জুলাই ও অগাস্টের গণহত্যাকারীদেরও বিচার চাই।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “জুলাইয়ের গণহত্যার বিচার করতে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে একাত্তরের গণহত্যার বিচারের জন্য যেমন গণআদালত গঠন করা হয়েছিল, ঠিক তেমনি আবার গণআদালতের মাধ্যমে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা হবে।”
শেখ হাসিনা তার ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য বিভিন্ন সংস্থা ও তার দলীয় ‘মাফিয়াদের’ দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেন রাব্বি।
আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর নির্বিচারে হত্যা, গুম, প্রতিপক্ষকে ‘আয়না ঘরে’ পাঠিয়ে দেওয়াসহ যেসব ঘটেছে তার সব দায় শেখ হাসিনার বলে দাবি করেন তিনি।
ত্বকী হত্যার সঙ্গে জড়িত ‘ওসমান পরিবারকে’ শেখ হাসিনা আশ্রয়-প্রশ্রয় দিয়ে টিকিয়ে রেখেছিলেন বলেও অভিযোগ করেন রাব্বি।
এমনকি শেখ হাসিনা সবকিছু জানার (ত্বকী হত্যার বিষয়ে) পরও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমিয়ে ৪৫ টাকা করার দাবি জানিয়ে রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জের যেই মাফিয়ারা বছরের পর বছর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তারা এখনও বহাল তবিয়তে পরিবহন সেক্টরে রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে ইঙ্গিত করে ‘পরিবহন মাফিয়াদের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তিনি বলেন, “বাসভাড়া না কমালে ১৭ নভেম্বর অর্ধবেলা হরতাল পালিত হবে। এইটাই হবে ইউনূস সরকারের সময়ে দেশে প্রথম হরতাল।
“সুতরাং সরকারের ভাবমূর্তি রক্ষা করতে চাইলে, ওসমান পরিবারের ‘মাফিয়াদের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং জনগণের পক্ষে অবস্থান নিন।”
এ সময় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ এবং গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বক্তব্য দেন।