এ অবস্থা আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান।
Published : 09 May 2023, 06:53 PM
টানা চারদিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে চাপ বেড়েছে।
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার ৪১.০ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার চুয়াডাঙ্গার তাপমাত্রা আগের দিনের চেয়েও বেড়েছে। সারাদিন জুড়েই তীব্র তাপপ্রবাহ অনুভূত হয়েছে।
এ অবস্থায় রিকশা ও ভ্যানচালক এবং দিনমজুর শ্রেণির মানুষরা দুর্দশায় পড়েছেন।
তাপপ্রবাহের প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।
কোর্টপাড়ার মৌসুমি ফল ব্যবসায়ী আবু হাসান বলেন, “এখন লিচুর মৌসুম। আমি মেহেরপুর জেলার বাগান থেকে লিচু কিনে আনি। কিন্তু গত কয়েকদিন ধরে এত রোদ, বাড়ি থেকে বের হতে ইচ্ছা করছে না। এই তীব্র গরমে কোনো কাজই করা যাচ্ছে না।”
এ অবস্থা আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান।
তিনি বলেন, “আগামী শনিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। এপপর বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। তখন জনজীবনে কিছুটা স্বস্তি আসবে।”