“সকাল সাড়ে ৮টা থেকে ফ্লাইট ওঠানামা অব্যাহত আছে। তবে লাইট না জ্বলায় রাতের ফ্লাইটগুলো নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।”
Published : 13 May 2024, 01:55 PM
সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ের নিচে (আন্ডারগ্রাউন্ডে) বৈদ্যুতিক কেবলে শর্টসার্কিট হওয়ায় প্রায় সাড়ে ১৩ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার পর সকাল থেকে আবার চালু হয়েছে।
তবে রানওয়ের বাতি বিকল হওয়ায় রাতের ফ্লাইটের চলাচল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে বলে বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানিয়েছেন।
সোমবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পর্যন্ত লাইটিং সিস্টেমের ত্রুটি সারানো সম্ভব হয়নি। রানওয়ের বাতি বিকল হলেও দিনের ফ্লাইটগুলো ওঠানামা করতে পারছে। সকাল সাড়ে ৮টা থেকেই ফ্লাইট ওঠানামা অব্যাহত আছে। তবে লাইট না জ্বলায় রাতের ফ্লাইটগুলো নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।”
ঢাকা থেকে কারিগির টিম সৈয়দপুর পৌঁছেছে জানিয়ে সুপ্লব কুমার ঘোষ বলেন, “তারা ক্রুটি শনাক্তের চেষ্টা করছেন। কেবলও নিয়ে আসা হয়েছে। কাজ চলছে।“
সৈয়দপুর বিমানবন্দরে রানওয়েতে সমস্যা দেখা দেয় রোববার সন্ধ্যা থেকে। সুপ্লব কুমার ঘোষ বলেন, ‘কোনোভাবে’ বিমানবন্দরের রানওয়ের আন্ডারগ্রাউন্ডে ‘শর্টসার্কিট’ হওয়ায় ল্যান্ডিং সিস্টেমের বাতি জ্বলছে না। রানওয়ে দেখা না যাওয়ায় রোববার সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে।
এই জটিলতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট বাতিল হয়। বাতিল হওয়া তিন ফ্লাইটই সৈয়দপুর থেকে ছেড়ে আসার কথা ছিল। ফলে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী প্রায় দুইশ যাত্রী আটকা পড়েন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে বিমানের একটি ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশে ওড়ার কথা রয়েছে।
“এই সময়ের মধ্যে রানওয়ের ত্রুটি সরানো সম্ভব না হলে সিভিল এভিয়েশনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময় বিকাল ৫টার দিকে নিয়ে আসা হবে।“
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে সৈয়দপুরে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফ্লাইট আছে তাদের। সেটি আবার সৈয়দপুর থেকে রাত ৮টা ৫০ মিনিটে ফেরত আসার কথা।
“আশা করছি এই সময়ে একটা পজিটিভ সমাধান আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমরা আরও পরে ফ্লাইটের রিশিডিউল জানাতে পারব।”
সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর যাওয়ার কথা। সেটি রাতেই আবার ঢাকায় ফিরে আসার কথা।
নভোএয়ারের একজন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দনের ক্রুটি সারানো সম্ভব না হলে তারা সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুয়ায়ী ফ্লাইট শিডিউল নিয়ে কাজ করবেন।