Published : 20 Dec 2024, 09:47 PM
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী থেকে পরিত্যক্ত একটি পুরাতন অস্ত্রসহ ১০টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় অস্ত্রটি পাওয়া যায় বলে জানান পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।
বিজিবি জানায়, বিকালে মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন একদল শ্রমিক। এ সময় শ্রমিকদের জালে অস্ত্রটি উঠে আসে। খবর পেয়ে বিজিবি টহল দলের সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায়।
লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, অস্ত্রটির লোহার অংশে অধিক মরিচা পড়ায় অস্ত্রের গায়ে কোনো লেখা বোঝা যাচ্ছে না। কোনো সময়কার অস্ত্রটি বলা মুশকিল। অস্ত্রটিতে ১০টি গুলি ছিল। তবে সেগুলো পরিত্যক্ত হয়ে গেছে।
এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।