ফায়ার সার্ভিসের বাগেরহাট ও ফকিরহাটের ছয়টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
Published : 04 Apr 2024, 01:31 PM
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি প্লাইউড বোর্ড কারখানা আগুনে পুড়ে গেছে।
বুধবার গভীর রাতে শুকদাড়া এলাকার উডটেক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামের কারখানাটিতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (বাগেরহাট) মো. সাইদুল আলম চৌধুরী।
কারখানাটিতে কাঠ, ফেসভিনিয়ার, রেজিন দিয়ে প্লাইউড বোর্ড, কমার্শিয়াল টিক, মেরিন বোর্ড ও সার্টারিং বোর্ড তৈরি করা হত।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুল বলেন, বুধবার রাত ১০টা পর্যন্ত কারখানাটিতে কাজ চলছিল। এরপর সকল মেশিনারিজ ও কারখানা বন্ধ করে চলে যান শ্রমিকরা।
গভীর রাতে স্থানীয়রা কারখানায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের বাগেরহাট ও ফকিরহাটের ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কারখানার মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সাইদুল আলম চৌধুরী আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।