এ ঘটনায় ট্রলারটির চালক গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।
Published : 27 Mar 2024, 06:21 PM
চাঁদপুরের মেঘনা নদীতে বাল্বহেডের ধাক্কায় নিখোঁজের তিনদিন পর এক ট্রলার যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মেঘনা নদীর হরিণাঘাট সংলগ্ন এয়ারটেলের চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চাঁদপুর নৌ থানা পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান।
নিহত শহীদুল্লাহ গাজী (৪৮) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাত্তার গাজীর ছেলে।
ওসি কামরুজ্জামান জানান, গত রোববার মেঘনা নদী পার হতে গিয়ে বাল্বহেডের ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন শহীদুল্লাহ। এ ঘটনায় ট্রলারটির চালক মনির হোসেন গুরুতর আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।
তিনদিন পর উদ্ধার শহীদুল্লাহ গাজীর লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় নৌ পুলিশ।