এ ঘটনায় তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানসহ বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
Published : 14 Mar 2025, 02:23 PM
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক কর্মী নিহতের ঘটনায় দলটির ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া দল থেকে বহিষ্কার করা হয়েছে দুই নেতাকে।
বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল এবং সদস্যসচিব বিশ্বনাথ সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
বুধবার রাতে নিহত বিএনপি কর্মী গানিউল হকের বড় ভাই মোমিনুল হক তানোর থানায় হত্যা মামলাটি করেন বলে জানান ওসি আফজাল হোসেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলায় বিএনপির আয়োজিত ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শরীফ উদ্দিনকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপির জেলা কমিটি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এবং পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা কমিটি।
এই দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন বিএনপি কর্মী গনিউল ইসলাম। পরদিন বুধবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
নিহত ৫০ বছর বয়সি গনিউল ইসলাম তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনুল হক মমিনের ভাই।
এ ঘটনায় বিএনপির ৯৭ নেতাকর্মীকে আসামি করে তানোর থানায় হত্যা মামলা করেন মোমিনুল হক।
মামলায় ৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানকে ১ নম্বর আসামি করা হয়েছে। আসামিরা সবাই রাজশাহী-১ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিনের সমর্থক।
ওসি আফজাল হোসেন বলেন, শুক্রবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।