সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা সড়কের দারাখাই এলাকাটি জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার মোহনাস্থল ও নির্জন।
Published : 23 Jan 2025, 05:42 PM
সুনামগঞ্জের আঞ্চলিক মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত যান ও গাছ ফেলে ঢাকাগামী দুই বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার রাত দেড়টার দিকে ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের দারাখাই সেতুর কাছে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান।
নির্জন ওই এলাকাটি জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার মোহনাস্থল।
ভুক্তভোগী যাত্রীদের বরাতে ওসি হাসান জানান, বুধবার রাত সাড়ে ১২টায় আল মোবারাকা ও মামুন পরিবহনের দুটি বাস ঢাকার উদ্দেশ্যে সুনামগঞ্জ ছেড়ে যায়।
বাস দুটি দারাখাই এলাকায় পৌঁছালে চালক শ্যালোইঞ্জিন চালিত যান ও গাছ ফেলে সড়ক অবরুদ্ধ দেখতে পায়। তখন চালক বাস থামালে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল বাস দুটিতে হানা দেয়।
তারা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে টাকা পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এসময় যাত্রীরা বাধা দিলে তাদেরকে মারধরও করে ডাকাতরা।
ওসি আরও জানান, এক পর্যায়ে সুযোগ পেয়ে মামুন পরিবহনের সুপারভাইজার রাসেল গাড়ি থেকে নেমে দৌড়ে পাশের কলকলি বাজারে গিয়ে ব্যাডমিন্টন খেলতে থাকা তরুণদের বিষয়টি জানায়।
তরুণরা স্থানীয়দের নিয়ে সংঘবদ্ধ হয়ে এসে দেখেন ডাকাতরা চলে গেছে। যাবার সময় তারা দুটি গাড়ি ভাঙচুরও করে গেছে।
কলকলি এলাকার বাসিন্দা আকবর মুনসী বলেন, “রাতে ঘনকুয়াশা ছিল। এ সুযোগে ডাকাতরা ডাকাতি করেছে। সুপারভাইজার আমাদের এসে জানালে, আমরা তরুণরা গিয়ে দেখি তারা লুটপাট করে চলে গেছে।”
ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন,“এলাকাটি নির্জন। তবে খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে ছুটে গেছি। ডাকাতদের গ্রেপ্তারে আমরা অভিযান শুরু করেছি।”