বিজিবি জানায়, ভারত থেকে আসার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তারা।
Published : 22 May 2024, 11:57 PM
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে বেনাপোল সীমান্তের এক নম্বর ঘিবা মাঠ থেকে তাদেরকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান।
আটকদের মধ্যে ৩ জন নারী ও একটি শিশু রয়েছে।
আটকরা হলেন, খুলনা তেরখাদার সোবহান খান, সেলি খাতুন, নড়াইলের কালিয়ার মিঠুন শেখ, মোছা. আসমা খাতুন, আরিফ হোসেন, মোহম্মদ মুন্না, মো. সাইফুল খান ও যশোর মনিরামপুরের মোছা. রেহানা খাতুন।
হাবিলদার অহিদুজ্জামান বলেন, “রঘুনাথপুর ক্যাম্পের একটি টহলদল তাদেরকে বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে আটক করে। তারা সবাই বাংলাদেশি তবে ভারত থেকে আসার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।”
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে এই বিজিবি কর্মকর্তা জানান।