কুমিল্লা থেকে মাদক নিয়ে ওই নারী বরগুনায় সরবরাহ করতেন বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Published : 30 May 2024, 08:42 PM
টিফিন ক্যারিয়ারে ওপরের বাটিতে রান্না করা মুরগির মাংস। তার নিচের তিনটি বাটিতে গাঁজা রেখে উপরে ভাত ছিটিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখায় যে কেউ ভাববে, কারো জন্য রান্না করে ভাত-মাংস নেওয়া হচ্ছে।
তবে এসব খাবারের নিচে যে গাঁজা লুকানো আছে, সেটা উপর থেকে দেখে কোনো ভাবেই বোঝার উপায় নেই। কুমিল্লায় বুড়িচং উপজেলায় গাঁজাভর্তি এমনি একটি টিফিন ক্যারিয়ারসহ এক নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই নারীকে আটক করা হয় বলে জানান অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
এ সময় তার কাছে থাকা টিফিন ক্যারিয়ার ও ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক হেলেনা বেগম বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা।
আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে চৌধুরী ইমরুল হাসান বলেন, “হেলেনা বেগম একজন মাদক ব্যবসায়ী। তিনি কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনায় সরবরাহ করতেন।”
হেলেনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।