ঘটনার পর শৈলকূপা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে পুলিশ টহল চলছে।
Published : 09 Jun 2024, 10:20 PM
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মারামারি মামলার আসামিকে গ্রেপ্তার করায় থানা ঘেরাও করে ইটপাটকেল ছুড়ে জনতা। ইটপাটকেল, পুলিশের গুলি ও সাউন্ড গ্রেনেডে বাহিনীটির সাত সদস্যসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন।
রোববার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই উপজেলার ধাওড়া গ্রামে মারামারি মামলার আসামি স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোস্তাক সিকদারকে রোববার দুপুরে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমরান জাকারিয়া জানান, বেলা ৩টার দিকে তার এলাকার শত শত মানুষ এসে থানা ঘেরাও করে আসামির মুক্তি দাবি করে। তারা থানা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ শটগান থেকে গুলি বর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
তার আগে পুলিশ কাঁদুনে গ্যাসও নিক্ষেপ করে। পুলিশ শটগানের কত গুলি বর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানিয়া আকতার মুক্তি বলেন, আহত ২৪ জনকে এখানে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজন পুলিশ ও ২১ জন গ্রামবাসী। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়।
ঘটনার পর শৈলকূপা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরে পুলিশ টহল চলছে।