সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
Published : 07 Dec 2024, 04:54 PM
ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিলে বাংলাদেশের পাশাপাশি ভারতও যে ক্ষতিগ্রস্ত হবে তা মনে করিয়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, “ভারত যদি আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দিতে চায় ক্ষতিগ্রস্ত শুধু কি আমরা হব, নাকি ভারতও হবে? এত বড় একটা বাজার তারা বন্ধ করবে বলে মনে হয় না।
“গরু বন্ধ করে দিয়েছে। তাই বলে কি আমরা গরু খাই না? তারা বন্ধ করলে তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাজার হাজার লাখ লাখ লোক এটার সঙ্গে জড়িত। রাজনীতির বিষয়ে উনারা রাজনীতি করছেন।”
উপদেষ্টা বলেন, “আমি মনে করি না ব্যবসায়ীরা এটাকে সাপোর্ট করবেন। রাজনৈতিক অবরোধ করছে করুক। এতে উনাদের বেশি গরজ আমাদের চেয়ে।”
শনিবার দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় জাতীয় ঐক্যমত্যের প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, “রাজনীতিবিদরা দেশ চালান। সেখানে রাজনীতিবিদদের মধ্যে যদি ঐক্যমত্য না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণের কথা সেটা এলোমেলো হয়ে যায়। সবাই যখন একত্রে বসেছেন এটা একটা বড় উদাহরণ হয়েছে।”
এর আগে সাখাওয়াত হোসেন ভোমরা স্থলবন্দর কাস্টমস, ইমিগ্রেশন ও স্থলবন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি ভোমরা স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সভা কক্ষে মতবিনিময় সভায়ও বক্তব্য দেন।