পলিথিনগুলো কোথা থেকে কোথায় যাচ্ছিল এর কোনো কাগজপত্র মেলেনি। আর গাড়িতে চালক ছাড়া আর কোনো লোকও ছিল না।
Published : 04 Feb 2025, 08:58 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে ১৩টনের বেশি নিষিদ্ধ পলিথিনসহ কভার্ড ভ্যান জব্দ করেছে হাইওয়ে পুলিশ। আটক করা হয়েছে ভ্যানের চালককে।
মঙ্গলবার ভোর ৬টায় মধুপুর ট্রান্সপোর্ট নামের কভার্ড ভ্যানটিকে তল্লাশি করে এসব পলিথিন জব্দ করা হয় বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার।
আটক চালক উজ্জ্বল হোসেন (২৪) যশোর জেলার বেনাপুল গ্রামের আবদুস সামাদের ছেলে।
ওসি নুরুল আবছার জানান, কভার্ড ভ্যানটি ঢাকার ইমামগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এলে হাইওয়ে পুলিশ গাড়িটি তল্লাশি করে ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন পায়।
তিনি আরও বলেন, এগুলো সাধারণত বাজারে ব্যবহৃত পলিব্যাগ। পলিথিনগুলো কোথা থেকে কোথায় যাচ্ছিল এর কোনো কাগজপত্র মেলেনি। আর গাড়িতে চালক ছাড়া আর কোনো লোকও ছিল না।
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. খায়রুল আলম বলেন, দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ ট্রাকটিকে আটক করে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় পরিবেশ আইনে একটি মামলা হয়েছে।