এ ঘটনায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
Published : 11 Jan 2025, 10:28 PM
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে মারামারির মামলার আসামি যুবদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শ্রীনগর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার দেউলভোগ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজাদ রহমান।
গ্রেপ্তার তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
শুক্রবার রাত ১০টার দিকে অর্ধশতাধিক লোক থানায় বিশৃঙ্খল করে ওই আসামিকে ছিনিয়ে নেয় বলে জানান মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার।
এ ঘটনায় শনিবার দুপুরে শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বেলা ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে সড়ক বন্ধ করে প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
এ ঘটনায় রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তরিকুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সুপার শামসুল আলম বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় শনিবার দায়িত্ব পালনে অবহেলা কারণ দেখিয়ে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। তার স্থানে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজাদ রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আসামি ছিনতাইয়ের ঘটনায় হত্যাচেষ্টার মামলা
থানা থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপির ২০১ জন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।
শনিবার বিকাল পর্যন্ত এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার শামসুল আলম।
গ্রেপ্তাররা হলেন- সিয়াম পাঠান, শুভ পাঠান এবং হিমেল। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ছিনিয়ে নেওয়া আসামিকে যুবদল থেকে বহিষ্কার
শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
পেশিশক্তি দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া উপজেলা যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মু. মাসুদ রানা বলেন, “তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত এ নতুন বাংলাদেশে আমরা ও আমাদের দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।”
শুক্রবার সন্ধ্যার পর ফৌজদারি মামলার আসামি যুবদল নেতা তরিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়ার জন্য একটি দলের পক্ষ থেকে পুলিশকে চাপ দেওয়া হয়। এক পর্যায়ে বেশকিছু লোক শ্রীনগর থানা ঢুকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।