বিকালে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পেট্রাপোল বন্দর এলাকা প্রদক্ষিণ করে।
Published : 02 Dec 2024, 08:19 PM
যশোরের বেনাপোল স্থলবন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে ‘সনাতনী ঐক্য মঞ্চে’র উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
সোমবার সকাল থেকে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক আসা-যাওয়া করেছে। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যও স্বাভাবিক রয়েছে বলে বেনাপোল শুল্ক ভবনের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি জানান।
বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি বিক্ষোভ করে। তারা দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ারও হুমকি দেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
তারই অংশ হিসেবে বেনাপোল সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ মিটার ভেতরে প্যান্ডেল করে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকালে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পেট্রাপোল বন্দর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।
ওপারের পরিস্থিতি জানতে চাইলে ভারত ফেরত পাসপোর্ট যাত্রী আব্দুল মজিদ বলেন, “পেট্রাপোলে ‘সনাতনী ঐক্য মঞ্চে’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। কিন্তু ভারত সরকারের পক্ষে কেউ ভ্রমণে বাধা সৃষ্টি করছেন না। আতঙ্কের কারণে অনেক বাংলাদেশি আছেন যারা চেকপোস্ট বন্ধের খবর শুনে দেশে ফিরছেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।”
বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক অনিমেষ বলেন, “ভারতের পতাকার অবমাননা ও চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সন্ন্যাসীরা পেট্রাপোলে সভা-সমাবেশ করছেন। তবে তারা আমাদের কোনো বাধা সৃষ্টি করেননি।”
বাংলাদেশি রপ্তানি পণ্য পেট্রাপোল বন্দরে দিয়ে খালি ট্রাক নিয়ে ফেরত আসা চালক মুসলিম উদ্দিন জানান, তিনি স্বাভাবিক সময়ের মত পেট্রাপোল বন্দরে পণ্য খালি করে ফিরে এসেছেন। সেখানে কোনো প্রতিবন্ধকতা নেই।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বলেন, “বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভারত থেতে ১৮২ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে আর বাংলাদেশ থেকে ভারতে ১৬০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।”
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহমেদ বলেন,, “দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ রাখবে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে এমন কোনো নির্দেশনা পাইনি। আউটগোয়িং যাত্রীর চাইতে ইনকামিং যাত্রীর সংখ্যা আজ বেশি।”