৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে রিপন ফকির নিহতের ঘটনায় তার স্ত্রী মামলাটি করেন বলে জানায় পুলিশ।
Published : 18 Sep 2024, 01:27 AM
বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে এক ব্যক্তি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০৪ জনের নামে হত্যা মামলা হয়েছে।
৪ অগাস্ট আন্দোলনে নিহত রিপন ফকিরের (৫০) স্ত্রী মাবিয়া বেগম মঙ্গলবার সদর থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন বগুড়া সদর থানার এসআই রহিম উদ্দিন।
নিহত ৫০ বছর বয়সি রিপন ফকির বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের সিল্কিবান্দা গ্রামের বাসিন্দা ছিলেন।
মামলায় ১০৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০৪ জনকে আসামি করা হয়েছে।
এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শুধু বগুড়ায় ছয়টি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে।
এবার বগুড়ায় হাসিনা, কাদেরসহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
বগুড়ায় রিকশাচালক হত্যা মামলা, 'হুকুমের আসামি' শেখ হাসিনা
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির হারুন অর রশিদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি. জামান নিকেতা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম এবং পৌর কাউন্সিলর আবদুল মতিন সরকার।
মামলায় বলা হয়েছে, ৪ অগাস্ট রিপন ফকির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সঙ্গে শহরের বড়গোলা ঝাউতলা এলাকায় যান। এ সময় শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে অন্য আসামিরা মিছিল ঘেরাও করে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলে রিপন ফকির মারা যান।
আরও পড়ুন: