নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
Published : 19 Apr 2025, 08:35 PM
সংস্কার কাজে এই অন্তর্বর্তী সরকারের আরো কত সময় লাগবে জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “আট মাস তো হয়েই গেছে। যদি ডিসেম্বরের কথা বলি, এখনও আট মাসের মত বাকি আছে, তাহলে সংস্কার করতে আরও কত সময় লাগতে পারে?”,
শনিবার দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “কেউ কেউ বলছেন, সরকারে পক্ষের বা সরকারের অনুরাগী যারা, সংস্কার না করে নির্বাচন দিলে যারা ক্ষমতায় আসবে তারা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ? সংস্কার তো একটা পলিটিক্যাল উইল, সংস্কার তো একটা রাজনৈতিক অঙ্গীকার, সে যদি অঙ্গীকার করে তাহলে করবে না কেন?
“আমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি বাড়ে, ফ্যাসিবাদ তো মাথা তোলার চেষ্টা করবে। সেটা কি এই দেশ, এই জাতি, গণতন্ত্র, সার্বভৌমত্ব, এদেশের জন্য মঙ্গলজনক হবে? এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার জিজ্ঞাসা।”
জিয়া পরিষদের নাটোর জেলার সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদ।