গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মাদক ও ডাকাতি মামলা রয়েছে, বলছে পুলিশ।
Published : 29 Jan 2025, 02:46 PM
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে; যাকে মাদক বিক্রেতা বলছে পুলিশ।
উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্তবর্তী গন্ধর্বপুর এলাকা থেকে বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর জানান।
গ্রেপ্তার জুয়েল মিয়া (৪০) মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে।
ওসি নন্দন কান্তি বলেন, “গন্ধর্বপুর এলাকায় ডিবির এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৬০ কেজি গাঁজাসহ জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
“অভিযানের সময় তার সঙ্গে আরও দুই মাদক বিক্রেতা পালিয়ে যায়। তারা বর্ডার এলাকায় ঢুকে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”
গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে ৮ থেকে ১০টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওসি।