পুলিশ বলছে, ডাকাতরা যাত্রীদের জিম্মি করে ৭টি মোবাইল ও প্রায় ৮০ হাজার নগদ টাকা লুট করে নিয়ে যায়।
Published : 10 Mar 2025, 11:09 AM
যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসে ইট ছুঁড়ে থামিয়ে ডাকাতি করা হয়েছে।
রোববার রাত ৯টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আনারুল ইসলাম জানান।
আনারুল বলেন, “মাইক্রোবাসটি কোনাবাড়ি এলাকায় পৌঁছলে ডাকাতরা তাতে ইট ছুঁড়ে মারে। ওই সময় চালক মাইক্রোবাসটি থামান। এরপর ৭-৮ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে তাদের কাছে থাকা সাতটি মোবাইল ও প্রায় ৮০ হাজার নগদ টাকা লুট করে নিয়ে যায়।”
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।