সংস্থাটির ৫০তম পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে সিলেটের খাদিমনগরে আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠান ও চাকরি মেলার আয়োজন করা হয়।
Published : 13 May 2024, 12:20 AM
‘কেয়ার গিভার’ হিসেবে প্রশিক্ষণ দিয়ে দেড় হাজার মানুষকে বিদেশে পাঠাবে বলে জানিয়েছে শিশু-কিশোরদের কারিগরি শিক্ষা দেওয়া বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশ।
শনিবার সংস্থাটির ৫০তম পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে সিলেটের খাদিমনগরে আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান ও চাকরি মেলায় এ ঘোষণা দেন ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরস সদস্য ওবায়দুর রব।
ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরস চেয়ারপারসন মোহাম্মদ আলউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ইউসেপ অ্যাসোসিয়েশনের সদস্য হাফিজ আহমেদ মজুমদার, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমেদ সিদ্দিকী।
ইউসেপ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইউসেপের নির্বাহী পরিচালক এবং প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেন, বর্তমানে দেশব্যাপী ইউসেপের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৪১টি ট্রেড কোর্সে ৩৫ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে, যার শতকরা ৪০ভাগ নারী।
ড. ওবায়দুর রব বলেন, এ বছরই সিলেটে ইউসেপ পলিটেকনিক্যালের কার্যক্রম শুরু হবে যার মাধ্যমে আরও বেশি দক্ষ জনশক্তি তৈরি হবে।
সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বলেন, দেশের কারিগরি শিক্ষায় ইউসেপ বাংলাদেশের অবদান অসামান্য। লিন্ডসে এ্যালান চেইনি স্বাধীনতাত্তোর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহযোগিতায় দেশের সুবিধাবঞ্চিত শ্রমজীবী শিশুদেরকে শিক্ষা দেওয়ার এ কার্যক্রম শুরু করেন।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ইউসেপ বাংলাদেশের কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে এবং প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য অবদান রাখছে।
ইউসেপ আয়োজিত চাকরি মেলায় অংশ নেওয়া ১৫টি শিল্প প্রতিষ্ঠানে তাৎক্ষণিকভাবে (ওয়াক ইন ইন্টারভিউ) সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ১০০ জন চাকরি পেয়েছে বলে জানান হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।