পুলিশ ও সেনাবাহিনী গিয়ে মালিকের সঙ্গে আলোচনা করে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে পরে কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি, বলেন মহানগর পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার।
Published : 27 Jan 2025, 10:56 PM
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে করে একটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার সন্ধ্যার পর বোর্ড বাজার এলাকার কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
পরে সেনাবাহিনী, পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, একটি ভবন ভাড়া নিয়ে এক ব্যক্তি ‘সাব কন্ট্রাকে’ শ্রমিকদের দিয়ে কাজ করাতেন। ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে যাওয়ার খবরে ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, কারখানায় কর্মরত শ্রমিকদের কারো এক মাসের, কারো দুই মাসের, কারো আরো বেশি দিনের বেতন বকেয়া রাখা হয়। বিভিন্ন সময় তাদের এ পাওনা পরিশোধের আশ্বাস দিলেও মালিক তালবাহানা শুরু করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমেছেন।
মহানগর পুলিশের গাছা জোনের সহকারী কমিশনার ফাহিম আহজাদ বলেন, প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী গিয়ে মালিকের সঙ্গে আলোচনা করে পাওনার বিষয়ে সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে পরে কারখানার মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
মহানগর পুলিশের ট্রাফিকের এডিসি অশোক কুমার পাল বলেন, শ্রমিকরা পাওনার দাবিতে প্রথমে মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে যানবাহন উল্টো পথে ময়মনসিংহগামী লেনে চলতে গিয়ে উভয় লেনে যানজট বাঁধে। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলেও উভয়দিকে গাড়ির লম্বা লাইন ছিল।