গাইবান্ধার ফুলছড়িতে এ ঘটনার দুই দিন পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 09 Apr 2025, 07:15 PM
ফেইসবুকে পরিচয় হওয়া যুবকের সঙ্গে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকায় ঘুরতে নিয়ে এক তরুণীকে ধর্ষণে অভিযোগ উঠেছে।
ঘটনার দুই দিন পর বুধবার ওই তরুণী মামলা করলে সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সোমবার বিকালে উপজেলার বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফুলছড়ি থানার এসআই আয়নাল হক।
গ্রেপ্তার সাদিকুল ইসলাম কনক (২৫) গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকার বাসিন্দা। তিনি নেসকো কোম্পানিতে চাকরি করেন।
এসআই আয়নাল হক বলেন, কিছুদিন আগে ফেইসবুকে কনকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। সোমবার দুপুরে কনক ওই তরুণীকে বালাসীঘাট এলাকায় বেড়ানোর জন্য ডাকেন। সেখানে যাওয়ার পর কনক তাকে নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকায় ঘুরতে যান।
“এক পর্যায়ে গভীর নদের মধ্যে নৌকায় কনক তাকে ধর্ষণ করেন। এরপর বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তিনি চলে যান।”
তিনি বলেন, মঙ্গলবার ওই তরুণী ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। বুধবার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে কনককে তার এলাকা থেকে আটক করা হয়।
দুপুরে কনককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আয়নাল হক।