ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Published : 12 Jan 2025, 01:28 PM
পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দিদের মুক্তিসহ তিনদফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা।
রোববার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ‘বিডিআর কল্যাণ পরিষদের’ জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাদের তিন দফা দাবি হল- পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল; কারাবন্দিদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা।
দেড় দশক আগে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজধানীর পিলখানায় বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের ঘটনার পর কারাগারে আটক রয়েছেন অনেক বিডিআর সদস্য, চাকুরিচ্যুত হয়েছেন অনেক।
ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব বিডিআর সদস্যদের স্বজনরা সম্প্রতি তাদের মুক্তির দাবি তুলেছেন। এরই অংশ হিসেবে বিডিআর স্বজনরা কয়েকদিন আগে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
পরে নিজ নিজ এলাকায় গণসংযোগ চালানোর পাশাপাশি রোববার জেলায়-জেলায় মানববন্ধন করার ঘোষণা দিয়ে ঢাকা ছাড়েন তারা।
সেই কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে অনুষ্ঠিত মানববন্ধনে বিডিআরের সাবেক ডিএডি সাখাওয়াত হোসেন বলেন, “ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে পিলখানায় বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়।
“সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকুরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়।”
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নির্দোষ দাবি করে তিনি বলেন, “সাজার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব বিডিআর সদস্য জেলবন্দী আছেন তাদেরও মুক্তি দিতে হবে।”
এ সময় আরও বক্তৃতা করেন হাবিলদার গিয়াস উদ্দিন, নায়েক জাহাঙ্গীর হোসেন ও বিডিআরের সন্তান জেসমিন আক্তার।
আগের সংবাদ
জেলায় মানববন্ধনের ঘোষণা দিয়ে ঢাকা ছাড়ছেন বিডিআর স্বজনরা
শাহবাগ ছেড়ে শহীদ মিনারে ফিরলেন বিডিআর স্বজনরা, যান চলাচল স্বাভাবিক
বিডিআর স্বজনরা শাহবাগে, যান চলাচল বন্ধ